সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল গতকাল জেলা সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার চৌধুরী আশরাফুজ্জামান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, জেলা কালচারাল অফিসার, কবি নজরুল ইন্সটিটিউট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকতা, গবেষক এ্যাডভোকেট গোলাম ফারুক, সাংবাদিক অশোক বড়ুয়াসহ আরো অনেকে। পরিদর্শনকালে তিনি গ্রন্থাগারের সংগ্রহের ডিজিটালাইজেশন, কম্পিউটারাইজড্ ক্যাটালগ তৈরি এবং গ্রন্থাগার প্রাঙ্গনে ফুলের বাগান তৈরির বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস